বান্দরবানের থানচির বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে বলিপাড়া ৩৮ বিজিবি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জহিরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণগুলো তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা, অভিভাবক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, ইরেজার, পেনসিল ও চকলেট।
৩৮ বিজিবি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)