দক্ষিণ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে প্রথম টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স মাসভাউরে।
বুলাওয়ায়োতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর রবিবার (২৯ জুন) দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ওভারের মধ্যে তারা হারায় টাকুদজোয়ানাশে কাইটান ও নিকোলাস ওয়েলচকে।
ষষ্ঠ ওভারের শেষ বলে তরুণ বাঁহাতি পেসার মাফাকার শর্ট ডেলিভারি হুক করার চেষ্টায় বেনেটের হেলমেটে আঘাত করে। অবশ্য ফিজিওর চিকিৎসা নিয়ে কনকাশন পরীক্ষায় উৎরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরের ওভারে খেলেন আরও তিনটি বল। কিন্তু এরপরই মাঠ ছেড়ে যান ২১ বছর বয়সী ব্যাটসম্যান। তখন ২৮ বলে ১৯ রানে ব্যাট করছিলেন বেনেট।
সবশেষ টেস্টে গত মাসে ট্রেন্ট ব্রিজে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে। তাকে হারানো তাই জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা। বদলি হিসেবে সুযোগ পাওয়া ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মাসভাউরে ৯ টেস্টের সবশেষটি খেলেছেন গত বছরের জুলাইয়ে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)