সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ গ্রামের দীঘির দুই পাড়ের কবরস্থানে সুরক্ষা পাচির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উদ্বোধন উপলক্ষে উনুখাঁ দীঘির পশ্চিম পাড়ের কবরস্থানের পাশে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জানাযায়, দীর্ঘ দিন যাবৎ এলাকাবাসীর দাবি ছিল কবরস্থানের চারপাশে সুরক্ষা দেওয়াল নির্মাণের। পর বর্তীতে উনুখাঁ,জালশুকা,পাঠানপাড়া তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাতব্বরদের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় এই কাজের সূচনা হয়। এই সুরক্ষা প্রাচীর নির্মাণের মাধ্যমে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে সবাই আশা করছেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উনুখাঁ কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামাল লাবু, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলহাজ হোসাইন, ইউপি সদস্য আকবার আলী, হামিদুর রহমান, আব্দুস ছামাদ, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল গফুর,মোজাহার আলী, জোরদিস প্রাং, মোস্তাফিজুর, আব্দুল লতিফসহ বিভিন্ন এলাকার ও উনুখাঁ, জালশুকা, পাঠানপাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও জনপ্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে মোনাজাত ও কবরবাসীর জন্য দোয়া করেন খেইশ্বর বায়তুল উলুম কও মীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহাদাৎ হোসেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)