বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গোলাম রব্বানী (৬০) আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন কমিটির কার্যকরী সদস্য। বিশ্বা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
শেরপুর থানা সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ২০২৪, বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ সালের ৩ ও ৫ ধারায় এই মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলাকালে গোলাম রব্বানীর নাম আসামি হিসেবে উঠে আসে।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার (৩০ জুন) রাত দেড়টায় বিশ্বা এলাকায় অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)