২০২৪ সালের ৬ আগস্ট শেরপুর জেলা কারাগার ভেঙ্গে পালানো অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গত সোমবার (৩০ জুন) রাত ৩টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বয়রাতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. উজ্জল ইসলাম ওরফে আব্দুল্লাহ আল কাউসার ওরফে কাওয়ার (২২)। তিনি নেত্রকোনার দুর্গাপুর থানার বয়রাতলি গ্রামের কৌশিক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে শেরপুরের নালিতাবাড়ী থানার এক স্কুলছাত্রী (১৪)–কে অপহরণ করে ধর্ষণ করে উজ্জল। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে মামলাটি বর্তমানে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। গ্রেফতার হওয়ার পর উজ্জল শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন (বন্দি নং—১৪৫৯/২৪)।
তবে ২০২৪ সালের ৬ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ সরকার পতনের দাবিকে কেন্দ্র করে শেরপুর জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের সময় বিশৃঙ্খলার সুযোগে তিনি জেল থেকে পালিয়ে যান। এ ঘটনায় শেরপুর সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। জেল পালানোর পর থেকে উজ্জল দীর্ঘদিন শেরপুর, নেত্রকোনা ও আশপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)