গাজীপুরে জুলাই গণ–অভ্যুত্থানে হত্যায় জড়িত ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ.লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৪০০ জনের বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। এর আগে কালিয়াকৈর থানায় আরও ছয়টি মামলা করা হয়েছিল।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে হাফিজুল ইসলাম গাজী (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র ও জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধীক ছাত্র জনতা আহত হয়। সেখানে হাফিজুল ইসলাম গাজী গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৫ আগষ্ট মারা যায়। ওই ঘটনায় ১১ মাস পর ৩০ জুন রাতে নিহতের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া মামলা অন্যদের মধ্যে আসামী করা হয়েছে, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষেদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামী করা হয়েছে।
অপর দিকে একদিনে উপজেলার সফিপুর আনসার একাডেমীর সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় আব্দুল্লাহ আল মামুন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কালেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পরদিন ৫ আগষ্ট নিহতের পরিবার লাশের সন্ধান পেয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার পরিবার। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা পারভীন বেগন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। যার কারনে দীর্ঘদিন ওই ঘটনায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেননি। ওই ঘটনায় নিহতের বন্ধু নয়ন মিয়া বাদি হয়ে গত ৩০ জুন রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এছাড়া মামলায় অন্যদের মধ্যে আসামী করা হয়েছে, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাত নামা ৪০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈর নিহত দুইজনের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।
আলহাজ হোসেন
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)