সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পাড়ার সময় পড়ে গিয়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা হয়। নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বেলকুচি থানা বাউন্ডারির ভেতরে গাছে উঠে আম পারার সময় পা ফসকে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন কনস্টেবল শাজাহান আলী। প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে বেলকুচি থানা পুলিশ তাঁকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করে নেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মৃত্যু হয় শাহজাহান আলীর।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘শাহজাহান বয়স্ক মানুষ। নিজ ইচ্ছায় থানার আমগাছে আম পারতে উঠে পরে যান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর এই দুর্ঘটনাজনিত মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)