দেশের বিভিন্ন স্থানে সে কন্ট্রাকে কাজ করতেন রাজমিস্ত্রি মোস্তফা (৫৫)। কাজের সুবাদে আসামীদের সাথে পরিচয় হয় তার।
এক পর্যায়ে কুমিল্লা জেলার তিতাস থানাধীন একটি গ্রামের বিল্ডিংয়ে নির্মাণ কাজ করার সময় পাওনা টাকা নিয়ে আসামিদের সাথে কথা কাটা-কাটি ও বাকবিতন্ডায় জড়িয়ে পরেন ভুক্তভোগী। এই বাকবিতন্ডার জেড়ে রড দিয়ে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয় রাজমিস্ত্রি মোস্তফা (৫৫)'কে।
বৃহস্পতিবার (০৩জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ এক সম্মেলনে এসব জানান র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো- মো. মোস্তাকিম হোসেন নাইম (২০) ও আহমাদুল্লাহ ওরফে বাবু (রিফাত) (২১)।
এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গত (২৮ জুন) দিবাগত রাতে কুমিল্লা জেলার তিতাস থানাধীন পূর্ব ভাটিপাড়া সাকিনস্থ জনৈক ব্যক্তির নির্মানাধীন বিল্ডিংয়ে রাজমিস্ত্রি মোস্তফা (৫৫), হাত-পা বাধা অবস্থায় নির্মমভাবে খুন হয়। খুনের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২জুলাই) র্যাব-১১ ও র্যাব-৬ এর যৌথ আভিযানিক দল বাগেরহাট জেলার মংলা থানাধীন মোংলা ইপিজেড এলাকা হতে হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান২ আসামিকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হত্যাকান্ডের বিবরন দিয়ে তিনি বলেন, ভিকটিম মোস্তফা (৫৫) পেশায় একজন রাজমিস্ত্রি হওয়ায় নিজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সে কন্ট্রাকে কাজ করতো। এরই প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিদের সাথে তার পরিচয় হয়। কুমিল্লা জেলার তিতাস থানাধীন মঙ্গলকান্দি গ্রামের একটি বিল্ডিংয়ে নির্মাণ কাজ করার সময় তার কাজ দেখে খুশি হয়ে পাশের গ্রামের জনৈক ব্যক্তি তার বিল্ডিংয়ের কাজ ভিকটিমকে কন্ট্রাকে দেয়। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে ভিকটিম কাজে নিয়োগ দিলে তারা গত ২১জুন কাজ করার উদ্দেশ্যে ভিকটিমের কাছে যায় এবং নিয়মিত কাজ করতে থাকে। পরে গত ২৮জুন কাজ শেষে পাওনা টাকা নিয়ে ভিকটিমের সাথে তাদের কথা কাটা-কাটি ও বাগ-বিতন্ডা শুরু হয়। কথা কাটা-কাটির এক পর্যায়ে তারা ভিকটিমের উপর চড়াও হয়ে তার হাত-পা বেঁধে ফেলে ছোট রড দিয়ে তার বাম চোখে সজোরে খোঁচা দেয়, যার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়ে ভিকটিম নিস্তেজ হয়ে পড়ে। পরবর্তীতে আসামীদ্বয় গামছা দিয়ে ভিকটিমের চোখ-মুখ বেঁধে ফেলে এবং তার চোখ-মুখের উপর দিয়ে লাল রংয়ের স্কচটেপ পেঁচিয়ে নির্মমভাবে পাশবিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে ভিকটিম অচেতন হয়ে পড়লে তারা উক্ত স্থান ত্যাগ করে দ্রুত পালিয়ে যায় এবং মোংলা থানা এলাকায় আত্মগোপন করে। তারা হত্যাকান্ডের সাথে জরিত থাকার কথা শিকার করেছে বলেও জানান তিনি।
আসামিদের কুমিল্লা জেলার তিতাস থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)