পটুয়াখালী সদরের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি আরিফুর রহমান ওরফে গুড্ডু আরিফকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় রাজধানীর আশুলিয়া থেকে র্যাব-৪, সিপিসি-৩ ও সিপিসি-২ এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার(৩ জুলাই ) র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০৯ সালে গ্রেফতারকৃত গুড্ডু আরিফ ও তার সহযোগীরা ভিকটিম মো. মামুন মিয়াকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবার মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে ভিকটিমকে নির্মমভাবে নির্যাতন করা হয়, যার ফলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল হলে আদালত সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কে অভিযুক্ত গুড্ডু আরিফের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি পটুয়াখালী সদর থানার অনুরোধে র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)