গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৩৩৭ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই ) এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।
নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৪ কোটি ৬৫ লক্ষ ০৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল,৬ হাজার দুইশত তেষট্টি কেজি মাছ,২০ হাজার পিস রেনু পোনা,১০ লক্ষ দুই হাজার পিস চিংড়ী রেনু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ৩শত ছত্রিশ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৪ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। পাশাপাশি ১ টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ৩৩৭ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ৪৪ টি মৎস্য, ২ টি চুরি, ১ টি চাঁদাবাজি, ৭টি অপমৃত্যু, ২৫ টি বেপরোয়া, ২টি বালুমহাল, ৩টি হত্যা, ১টি ডাকাতি এবং ১টি বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট ৮৬টি মামলা দায়ের করা হয় এবং ১৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)