বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে জসিম (২৬) নামে এক যুবককে আটক করেছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২টি পোটলায় মোড়ানো ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জসিম একজন নিয়মিত মাদকসেবী। তিনি নেশার জন্য প্রায়ই তার বৃদ্ধ মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। টাকা না পেলে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন আরাফাত রানা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন এবং জসিমের মা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জসিমকে ১শ টাকা অর্থদণ্ড ও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)