সিরাজগঞ্জের কাজিপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়ইতলী বাসট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের ছাত্র। আহতরা হলেন, মেঘাই গ্রামের সোহেল রানা (৪২) ও আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, বিকেলে জীবন প্রাইভেটে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বড়ইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো ২ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)