বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা-ভাঙচুর মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) রাতে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম। তিনি মামলার এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচনী প্রচারে বের হলে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে তার গাড়িবহরে হামলা চালানো হয়।
হামলার সময় একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। ধারালো অস্ত্র দিয়ে একটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। বিএনপির নেতাকর্মীদের মারধর করে গুরুতর জখম করা হয়। ছয়টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ওই বছর ২৫ ডিসেম্বর শেরপুর থানায় মামলা হয়। মামলা তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আব্দুল্লাহ আল মোনায়েমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)