ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দিয়েছেন।
একইসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সচিব নাসিমুল গনি এবং এই ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (৩জুলাই) সিনিয়র সচিব নাসিমুল গনি ফায়ার সার্ভিস সদর দফতরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সব ধরনের দুর্যোগে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের সরঞ্জাম ঘুরে দেখেন তিনি। এরপর অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নাসিমুল গনি।
এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ অধিদফতরের সকল স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)