সিরাজগঞ্জের কামারখন্দে এসিআই ফুড ফ্যাক্টরির ডোবা থেকে শামিম হোসেন (২৫) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। শামিম হোসেন কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শামিম বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বেলা বারোটার দিকে এসিআই ফুড ফ্যাক্টরির টিনের বাউন্ডারি ঘেঁষা ডোবায় তার লাশ পাওয়া যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, শামিমকে শ্বাসরোধ করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা এ ঘটনায় এসিআই ফুড ফ্যাক্টরির নিরাপত্তা কর্মীদের দায়ী করে ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)