বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লকে গ্রেফতারে যৌথবাহিনীর অভিযানের সময় তার বড় ভাই যুবলীগ নেতা দেলোয়ার মোড়লকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় জাহিদ মোড়ল বাসায় না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৪ জুলাই) বিকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের উর্ধতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেলোয়ার মোড়ল রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে অতীতে একাধিক চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ আছে।
অভিযানকালে তার বাসা থেকে লাইসেন্সবিহীন দুটি ওয়াকিটকি সেট, চারটি ওয়াকিটকির ব্যাটারি ও চার্জার জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহিদ মোড়ল ও দেলোয়ার মোড়লের নেতৃত্বে থাকা একটি চক্র এসব ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের মধ্যে নিরাপদ যোগাযোগ রক্ষা করত।
উল্লেখ্য, বাংলাদেশে ওয়াকিটকি বা রিপিটার ব্যবহারে বিটিআরসি’র অনুমোদন ও লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু গ্রেফতার দেলোয়ারের কাছে এসবের কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
গ্রেফতারের পর দেলোয়ার মোড়লকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)