বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু প্রসঙ্গে মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল।’ এই মন্তব্যের পর তাকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়।
গত ২৭ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান শেফালী জারিওয়ালা। মৃত্যুর আগে তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। মৃত্যুর দু'দিন আগেও তিনি এক ফটোশুটে অংশ নিয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছিলেন। সুস্থ, প্রাণবন্ত শেফালীর এমন আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। জানা যায়, বয়স ধরে রাখতে শেফালী নিয়মিত ‘অ্যান্টি এজিং’ চিকিৎসা নিচ্ছিলেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়াই কিছু ইনজেকশন ও ওষুধ গ্রহণ করছিলেন।
এই প্রেক্ষাপটে রামদেব মন্তব্য করেন, ‘উপসর্গগুলো ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরের যন্ত্রপাতিতে গোলমাল ছিল। দেখতে ভালো লাগলেও ভেতরে বাসা বাঁধছিল অসুখ। এই ভাসা ভাসা উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না আসলে। দেখতে কেমন লাগছে আর ভেতর থেকে তিনি কেমন আছেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।’
রামদেবের এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই এই মন্তব্যকে ‘সংবেদনশীলতার অভাব’ হিসেবে দেখছেন। তবে কেউ কেউ মনে করছেন, রামদেব আসলে বোঝাতে চেয়েছেন, বাইরের সৌন্দর্য দিয়ে কখনোই ভেতরের স্বাস্থ্যের অবস্থা নির্ধারণ করা যায় না।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)