এজবাস্টন টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেও মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন রবীন্দ্র জাদেজা। ৮৯ রানে আউট হলেও, এই ইনিংসের মাধ্যমে ভারতীয় অলরাউন্ডার গড়েছেন এক গুরুত্বপূর্ণ রেকর্ড।
এসইএনএ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে টেস্টে এখন তার ফিফটির সংখ্যা দাঁড়িয়েছে ৮টি, যা তাকে কিংবদন্তি কপিল দেবের পাশে বসিয়েছে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সাত নম্বর বা তার পরের পজিশনে ব্যাট করতে নেমে এই চার দেশে অর্ধশতরান করার দিক থেকে জাদেজা ও কপিল যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যার রয়েছে ১৬টি অর্ধশতরান।
টেস্টে সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে একেবারেই ভালো যাচ্ছিল না জাদেজার। এই ইনিংসের আগে টানা ৬ ইনিংসে ৩০ রানের গণ্ডিও পেরোতে পারেননি তিনি। তার ফর্ম বিবেচনায় অনেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে তার ওপর আস্থা রেখেছিলেন গৌতম গম্ভীর ও শুবমান গিল। সেই আস্থার প্রতিদান দিলেন জাদেজা।
ভারতের ইনিংসে যখন জাদেজা ব্যাট করতে নামেন, তখন দল চাপে—৫ উইকেটে স্কোর ছিল ২১১। এমন অবস্থায় শুবমান গিলের সঙ্গে জুটি গড়েন তিনি। দুজনে মিলে ৪৬ ওভার ব্যাট করে যোগ করেন মূল্যবান ২০৩ রান। এই জুটিই দলকে চাপের মুখ থেকে তুলে এনে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়।
জাদেজার এ লড়াকু ইনিংস শুধু ব্যক্তিগত আত্মবিশ্বাস ফেরাল না, দলের জন্যও হয়ে উঠল বড় শক্তির উৎস।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)