অন্তবর্তীকালিন সরকারের মৎস্য ও প্রানীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রকৃত মৎস্যজীবিরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবিদের। সারা বাংলাদেশে হাওর, বাওর, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে, আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করছি।
তিনি আরও বলেন, জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-যুবক, তরুনরা জীবনের ঝুকি নিয়ে রাজপথে নেমে এত বড় একটা পরিবর্তন এনেছে। এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান, প্রশিক্ষন দিতে না পারি, তাহলে এটা আমাদের ব্যার্থতা।
রবিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যাবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)