গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি'র) কালিয়াকৈর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে কমিটির ফলাফল ঘোষণা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিটির সূত্রে জানা যায়, গত ২৬ মে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়৷ নির্বাচনে ৮ টি পদের বিপরীতে ১৪ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়৷ এরমধ্যে ১২ টি মনোনয়নপত্র জমা পড়ে৷ পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতটি মনোনয়ন ৭ টি মনোনয়ন বৈধতা পায়। পরবর্তীতে বৈধকৃত পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২ (১) বিধি অনুযায়ী সভাপতি, সহসভাপতিসহ ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়৷ সর্বশেষ মঙ্গলবার বিশেষ সাধারণ সভার অনুমোদনক্রমে চূড়ান্ত ভাবে ফলাফল ঘোষণা করা হয়৷
ঘোষণা অনুয়ায়ী কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি'র) নতুন সভাপতি(চেয়ারম্যান )নির্বাচিত হয়েছেন টান সূত্রাপুর জাগরন কৃষক সমবায় সমিতি লিমিটেডেট আনারস প্রতীক নিয়ে মো: মোফাজ্জল হোসেন। মাছ প্রতীক নিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো: সফিকুল ইসলাম।
নতুন কমিটির সদস্যরা হলেন, নামাশুলাই কৃষক সমবায় সমিতি লিঃ মোঃ আঃ করিম, বাশতলী দক্ষিণ কৃষক সমবায় সমিতি লিঃ মো: আরিফুল ইসলাম, কামারিয়া কৃষক সমবায় সমিতি লিঃ মো: নাজমুল হক, লতিফপুর প: মহিলা সমবায় সমিতি লিঃ ফরিদা আক্তার।
নবনির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, বিগত সময়ে কালিয়াকৈর বিআরডিবির কমিটি কুক্ষিগত করে রেখেছিল। সমিতি ও কৃষকদের জন্য কিছুই করেনি৷ আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হলেও কৃষক পরিবারের সন্তান। আমি কৃষকদের দুঃখকষ্ট ভালোভাবে অনুধাবন করতে পারি৷ আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি অবশ্যই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবো।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)