আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ারের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আন্তর্জাতিক অঙ্গনে শিনওয়ারি পরিচিত মুখ ছিলেন। আম্পায়ারিং ক্যারিয়ারে ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দায়িত্ব পালন করেছেন তিনি।
দেশের ঘরোয়া পর্যায়েও নিয়মিত ছিলেন। প্রথম-শ্রেণির ৩১টি, লিস্ট ‘এ’ ৫১টি এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৬টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
এক শোকবার্তায় আফগান বোর্ড বলেছে, বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত আফগানিস্তান ক্রিকেট।
বোর্ড আরও বলেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।'
আফগান ক্রিকেটে তার অবদানকে স্মরণ করে এসিবি জানিয়েছে, চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন শিনওয়ারি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)