ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসন, হতদরিদ্র ভূমিহীনদের টিসিবি কার্ড প্রদানসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠন, রংপুরের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।
প্রেসক্লাব চত্তর থেকে মিছিল শুরু হয়ে নগর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভূমিহীন সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠক আহসানুল আরেফিন তিতু, হাবলু মিয়া, ফরিদা বেগম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন অঞ্চলের ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে একাধিকবার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হলেও কোন প্রকার ব্যবস্থা হয় নাই।সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর উল্লেখিত দাবিতে স্মারকলিপি দেয়া হলেও কোন প্রতিফলন পাওয়া যায় নাই। ইতোমধ্যে কিছু কিছু পরিবার, যারা অন্যের জমিতে আশ্রিতভাবে বসবাস করছে, জমির মালিকরা তাদের উচ্ছেদ করতে ৭ দিন, কোথাও ১৫ দিনের সময় বেধে দিয়েছে। বিভিন্ন এলাকার আবাসনে কিছু কিছু ভূমিহীন নয় এমন লোক আবাসনের তালিকায় দুর্নীতির মাধ্যমে নাম ঢুকিয়ে ঘর দখল করেছে। অথচ তাদের জায়গা-জমি, ঘরবাড়ি সবই আছে। এ ধরণের লোকের বরাদ্দ বাতিল করতে হবে। বিভিন্ন এলাকায় ভূমিহীনদের বা ভূমিহীন বস্তিবাসীদের উচ্ছেদের পাঁয়তারা চলছে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত বস্তি বা ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা যাবে না।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)