গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক ব্যক্তির কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কুপের চিহ্ন রয়েছে। আনুমানিক বয়স (৫০) বলে জানিয়েছেন পুলিশ।
বুধবার (৯জুলাই) সকালে উপজেলার সাহেবাবাদ এলাকা থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার সাহেবাবাদ - কালামপুর আঞ্চলিক সড়কে পাশে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে। তবে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কুপের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স (৫০) বলে জানিয়েছেন পুলিশ। তার পড়নে ছিল লুঙ্গি ও কালো রঙের শার্ট। পুলিশ লাশ টি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) আজিজুর রহমান জানান, ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)