প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৬:৪৮ পি.এম
কাজিপুরে যমুনা অববাহিকায় পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত

যমুনা অববাহিকায় পরিবেশ সংকট ও তা নিরসন সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও এর আঞ্চলিক সংগঠন যমুনা রক্ষায় আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজ এর অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া আজিজুল হক সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া মজিবুর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন, ধরার উত্তরাঞ্চলের সমন্বয়ক জিয়াউর রহমান।
উপস্থিত ছিলেন যরার সদস্য যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন লিটন বগুড়া ও সিরাজগঞ্জের ২০ জন পরিবেশকর্মী।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর প্রভাষক রাজিব হাসান, চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, আমিনা মনসুর আলী কলেজ এর সহকারী অধ্যাপক আব্দুল জলিল,অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশী, বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারিক বকুল, আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন ধরার উত্তরাঞ্চলের কমিটির সদস্য মোঃশফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যদী ভাঙন এলাকার মানুষের কথা আমরা শুনতে চাই। এই কথাগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছে দিতে চাই। সেখান থেকে আমাদের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষ নদী ভাঙন থেকে রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা মাস্টার,সুশীল সমাজের এক অংশ, জনপ্রতিনিধিবৃন্দ,এনজিও প্রতিনিধিগনও গণমাধ্যম কর্মী।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)