কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্প সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কের উনচিপ্রাং এলাকায় একটি নির্মাণাধীন সেতুর কাছে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, মিনি ড্রাম-ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে এমন খবরে র্যাব সদস্যরা চেকপোস্টে গাড়িটি থামানোর সংকেত দেন। কিন্তু চালক সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তৎপরভাবে তাদের থামিয়ে আটক করে।
পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের গুরা মিয়ার ছেলে শফি আলম (৪২) এবং একই উপজেলার পালংখালী ইউনিয়নের সগির শাহর ছেলে মো. শাহজাহান (৩৩)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)