নোয়াখালীর চাটখিল থানায় চাঞ্চল্যকর বৃদ্ধ কৃষ্ণ ধন দেবনাথ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর মূল আসামী শিপন চন্দ্র দেবনাথ (৪২) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১১ এর নোয়াখালী সিপিসি-৩ ও কুমিল্লা সিপিসি-২ এর যৌথ অভিযানে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১১ জুলাই) বিকালে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গত ৩০ মে দুপুরে চাটখিলের বদলকোট এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে শিপনসহ আসামিরা ভিকটিম কৃষ্ণ ধন দেবনাথকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। শোরগোল শুনে তার ছেলে রাজীব দেবনাথ এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় চিকিৎসক কৃষ্ণ ধনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে রাজীব দেবনাথ বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ ৩১/০৫/২০২৫, ধারা-৩০২/৩৪/৩২৩/৫০৬(২) পেনাল কোড)। এরপর থেকেই আসামি শিপন দেবনাথ পলাতক ছিলেন।
র্যাবের একাধিক টিমের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার কালিকাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন নিজের নাম ও পরিচয় স্বীকার করে এবং মামলার সংশ্লিষ্টতার বিষয়েও নিশ্চিত করে।
গ্রেফতারকৃত শিপন দেবনাথকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)