তুলা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্থানীয় কৃষক প্রতিনিধি নবির হোসেন ও ইলিয়াস হোসেন লিখন প্রমুখ।
উপজেলা প্রশাসন ও তুলা উন্নয়ন বোর্ড যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তুলা বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)