বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে আয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় ঢাকার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
তিনি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন আব্দুল মালেক (৩২), যিনি মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে প্রেরণের চেষ্টা করেন। পরীক্ষার হলে তাকে হাতেনাতে ধরে আটক করা হয়। অন্য এক ভুয়া পরীক্ষার্থী সামিউল (২২) গেট দিয়ে প্রবেশের সময় ডিভাইসসহ ধরা পড়েন। এছাড়া আরও একজন আব্দুল মালেক (৩৪) নামের পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ডিভাইসসহ আটক করা হয়।
তিনজনকেই তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)