গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারকে মূল্যায়ন করা সম্ভব হয়। আর তাই আমরা এ পদ্ধতিতেই নির্বাচন চাই।
শুক্রবার (১১ জুলাই) রাত ৮টায় কক্সবাজারের চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
পথসভায় নুরুল হক নুর বলেন, চকরিয়া-পেকুয়ার মানুষের অন্যতম আয়ের উৎস হলো মৎস্য ঘের। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এসব ঘেরে এখন দখলবাজি হয়। আমরা এমন অন্যায়ের বিরুদ্ধে এবং জনগণের অধিকারের পক্ষে কথা বলি।
সভায় গণঅধিকার পরিষদ উচ্চতর নেতা ফারুক হাসান বলেন, এই এলাকায় বিগত সময়গুলোতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১০০ টাকার বাজেটের ৯০ টাকা নেতাদের পকেটে যায়। আমরা জনগণের করের টাকায় গড়া রাষ্ট্রকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে চাই। চিকিৎসা সেবা সহজ ও নিরাপদ করা করতে চাই।
এসময় তিনি চকরিয়া-পেকুয়া আসনে ট্রাক মার্কা প্রতীকের প্রাথী হিসাবে গণঅধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদের প্রাইমের নাম ঘোষণা করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)