গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই ছিনতাইকারী হলো-স্বাধীন ও মুন্না। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন ও মুন্না ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এরা টঙ্গীর এরশাদ নগর চার নং ব্লকের বাসিন্দা।
অপরদিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাত ও জাহিদ হাসান নামে দুই ছিনতাইকারী আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)