চাঁদপুর শহরে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর আল-আমিনের সঙ্গে থাকা সাত সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর মডেল থানায় নিয়ে গেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাতে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের রেলওয়ে লেকের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তিনি এবছর গনি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন। বর্তমানে তাদের পরিবার চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে শহরের হাসান আলী হাই স্কুল মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর সামনে লেকপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে হঠাৎ করে তাকে লেকের পানিতে ভাসতে দেখা যায়।
স্থানীয়রা জানান, আল-আমিনের সহপাঠীরা নিজেদের মধ্যে বলাবলি করেছে রিমন নামে আরেক বন্ধুর সাথে বাজি ধরে লেকের একপাড় থেকে অন্য পাড়ে যাবে। এর বিনিময়ে সে ৫০০ টাকা পাবে। এতে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত সাড়ে ১১টায় হাসপাতালে আসেন আল-আমিনের বাবা রমজান আলী প্রধানিয়া ও মা ফারজানা আক্তার সহ স্বজনরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল-আমিনের বাবা রমজান আলী জানান, এলাকার ভুঁইয়া বাড়ির সামনে থেকে তার ছেলেকে ডেকে নিয়ে লেকের পাড়ে ছুরি মারে অজ্ঞাতরা। বাঁচার জন্য তার ছেলে লেকের পানিতে লাফ দিয়েও বাঁচতে পারেনি। পানিতে ডুবে মারা যায়। তিনি এই হত্যার বিচার দাবি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে হাসপাতালে আসে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী আল-আমিনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)