যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।
রোবাবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা যাচাই-বাছাই কমিটি এ কার্মক্রম পরিচালনা করেন। ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের অংশগ্রহণে বাছাই শুরু হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন সদিয়া চাঁদপুর ইউপি প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ তানভীর হাসান মজুমদার।
যাচাই-বাছাই কমিটির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, মৎস্য অধিদপ্তরের সিনিয়র ক্ষেত্র সহকারী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হুরায়রা,
ইউপির সচিব মনোয়ারুল ইসলাস, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মনোয়ার হোসেন, পরান আলী, আ্দুস ছালাম ও মনোয়ারা খাতুন সহ সকল সদস্য।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাতকারের মাধ্যমে বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে।
তিনি আরও জানান, কোনো উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোনো অসদুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে প্রমাণিত হলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)