সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বেলকুচি পৌর এলাকার মহিলা কলেজ এলাকা থেকে সচেতন ছাত্র-জনতার আযোজনে বিক্ষোভ মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত নানা পেশার মানুষ অংশ নেয়।
পরে মুকুন্দগাতি যাত্রী ছাউনি চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র প্রতিনিধি মুছা হাসেমি। এসময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি মাও. আব্দুস ছালাম, এনসিপি বেলকুচি প্রতিনিধি মুসাব্বির হোসেন ও ইকবাল হোসেন রিপন প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ হত্যা করে এবং চাঁদাবাজির মধ্য দিয়ে ভীতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায় একটি দল। তাদেরকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছ থেকে শিক্ষা গ্রহনের পরামর্শ দেন। চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে ছাত্র জনতা মাঠে নামার হুমকি দেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)