নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই জীর আশ্রমের বাগানে আম পাড়াকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনার মামলায় অভিযুক্ত ২জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আটককৃতরা হলেন,সাইদুর ইসলাম (৫০) ও সিরাজুল ইসলাম (৪২)। জানা যায়, চলতি বছরের ২০ মে বেলা ১১টার দিকে এলাকায় আতংক ছড়াতে আশ্রমের আম বাগানে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটায় এবং ৫টি মোটরসাইকেল ভাংচুর করে চলে যায় দুর্বৃত্তরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এঘটনায় আম ব্যবসায়ী নাসির হোসেন বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন,আটককৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। ###
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)