রাজধানী ঢাকার রমনা মডেল থানাধীন ওয়াইসিসি আবাসিক এলাকার ইস্পাহানি কলোনির একটি বাসা থেকে ১০ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরেপুলিশ গৃহকর্মী মোছা. সুফিয়া আক্তারের (১০) মরদেহ উদ্ধার করে। সে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে।
সুফিয়া ওই বাসায় প্রায় এক বছর ধরে গৃহকর্মীর কাজ করছিলেন। বাসার মালিক চিকিৎসক সাইফুর রহমান খান নাঈম পরিবারসহ কক্সবাজারে ভ্রমণে যাওয়ায় সোমবার বাসায় শুধু সুফিয়াসহ আরও তিনজন গৃহকর্মী ছিলেন।
বাসার ড্রাইভার আব্দুল আউয়াল বলেন, ভোরে অন্য গৃহকর্মী বাথরুমে যেতে গেলে দেখে রুম ভেতর থেকে বন্ধ আর দরজা না খোলায় জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকে দেখি সে ঝুলে আছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, বাসার অষ্টম তলার বাথরুমে ঝরনার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)