আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ট্রাম্প।
সোমবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানাবেন।
চার্লসের একটি ব্যক্তিগত চিঠির মাধ্যমে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে দিয়েছিলেন।
এর আগে ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছিলেন ট্রাম্প, তখন তাঁকে স্বাগত জানিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।
গত ফেব্রুয়ারিতে স্টারমার তাকে চিঠিটি দেওয়ার পর ট্রাম্প এই আমন্ত্রণকে ‘অসাধারণ সম্মান’ বলে অভিহিত করেছিলেন।
সূত্র : গার্ডিয়ান।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)