লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় বোলাররা একটি বিরল কীর্তি অর্জন করেছেন। যেখানে ১২ জন ইংলিশ ব্যাটসম্যানকে বোল্ড আউট করা হয়েছে। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। যেখানে কোনো একটি ম্যাচে এত বেশি সংখ্যক ব্যাটসম্যানকে বোল্ড আউট করা হয়েছে।
এর আগে ১৯৫৫ সালে শেষবার একটি ম্যাচে ১২ জন ব্যাটসম্যানকে বোল্ড আউট করা হয়েছিল।
লর্ডসে তৃতীয় টেস্টে ভারতীয় বোলাররা ইংলিশদের যে ২০ উইকেট তুলে নিয়েছেন, তার ১২ ক্ষেত্রেই বোল্ড হয়েছেন ইংলিশরা। যা ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। আর ওই ১২ বোল্ডের মধ্যে সাতটিই এসেছে দ্বিতীয় ইনিংসে। যা ভারতের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটল। এই ঘটনার মাধ্যমে ভারতীয় বোলাররা বিশেষ করে স্পিনার ওয়াশিংটন সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
লর্ডসে চতুর্থ দিনের আগে ভারত আটবার একটি ইনিংসে ছয় ব্যাটারকে বোল্ড করেছে। সাত ব্যাটারকে বোল্ড করার ঘটনা প্রথমবার ঘটল। আর একটি টেস্টে এতদিন সর্বোচ্চ ১০ বার বোল্ড করার নজির ছিল ভারতীয় বোলারদের। ২০২৪ সালে হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়েছিলেন। সেই ইংলিশদের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন তারা।
আর সার্বিকভাবে ১৯৫৫ সাল থেকে প্রথমবার কোনো টেস্টে এতবার ব্যাটাররা বোল্ড হলেন। আর ১৯১৯ সাল থেকে একটি টেস্টে সবথেকে বেশি সংখ্যক ব্যাটার বোল্ড হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)