গাজীপুরের কালিয়াকরের সোনাখালি রেলক্রসিংয়ে ধান বোঝাই ট্রাক আটকের তিন ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৪জুলাই) সকাল ৮ টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়৷
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিয়াকৈর -ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ পরে চালক স্থানীয়রাদের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিং এর সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেল স্টেশন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তিন ঘন্টা চেষ্টায় বিকল হওয়া ট্রাকটি সরানো হয়। ১১ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র সহকারী প্রকৌশলী কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, মির্জাপুর সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। যার ফলে ওইপাশ হতে ট্রেন আসতে পারছে না। তিন ঘন্টা চেষ্টায় ট্রাকটি সরানো হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)