রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার একটি দল শনিবার (২০ সেপ্টেম্বর) প্রথমে অভিযান চালিয়ে ছয় কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ স্বপন (২১), রাব্বি (২৪) ও মুন্নাকে (১৯) গ্রেফতার করে। পরে থানার আরেকটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা থেকে মামুনকে (২৫) ১৩ হাজার ৫০০ পিস ইয়াবা ও একটি পিকআপসহ আটক করে। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন লিটনকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি দল। এসময় একটি পিকআপ থেকে উদ্ধার করা হয় ৫২ কেজি গাঁজা।
আগের দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডিবি মতিঝিল বিভাগ বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শনির আখড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে। এসময় ভ্যানের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন খোপ থেকে উদ্ধার করা হয় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় শরিয়ত উল্লাহ ও রহিম বাদশাকে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ও গাঁজা এনে রাজধানীতে বিক্রি করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)