আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছরই এদিন বিশ্বব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।
গন্ডার সংরক্ষণ ও শিকার রোধে জনসচেতনতা তৈরিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য। বর্তমানে বিশ্বে পাঁচ প্রজাতির গন্ডার রয়েছে- আফ্রিকায় সাদা ও কালো গন্ডার, আর এশিয়ায় একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। এরা চোরাকারবারি, বন ধ্বংস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিলুপ্তির হুমকিতে রয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা, চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী আয়োজিত হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও গন্ডার সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, সঠিকভাবে সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে গন্ডার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই বিশ্ব গন্ডার দিবসের মূল বার্তা হলো- গন্ডার বাঁচান, প্রকৃতি বাঁচান।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)