বলিউডের আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম হৃতিক রোশান ও সাবা আজাদ। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটিকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় চলেছে নানান গুঞ্জন। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন সাবা আজাদ নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা আজাদ জানিয়েছেন, তাদের বিয়ে নিয়ে কোনো পারিবারিক চাপ নেই। ছোটবেলা থেকেই স্বাধীনচেতা মানসিকতায় বড় হয়েছেন তিনি। সাবা বলেন, আমার যখন ছয় বছর বয়স, তখনই বাবা-মা আমাকে বলেছিলেন— যদি তোমার ইচ্ছে না থাকে, তাহলে বিয়ে করো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না। তাই কখনোই বিয়ের জন্য পরিবারের দিক থেকে কোনো চাপ অনুভব করিনি।
উল্লেখ্য, ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। এরপর থেকে একাধিকবার ছুটি কাটাতে দেখা গেছে তাদের, পাশাপাশি পারিবারিক নানা অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)