বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৯৬ সালে জনগনের দাবীর প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে জনগনের দাবী মেনে নিয়ে তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছিল। আর সেই নির্বাচনে তিনি হেরে গিয়ে বিরোধী দলের নেত্রী হয়েছিলেন। এতেই প্রমান হয় খালেদা জিয়ার মতো গনতন্ত্রে বিশ্বাসী দ্বিতীয় কোন নেত্রী বাংলাদেশে নেই। আর এক নেত্রী বাংলাদেশের মানুষকে ১৭ বছর অত্যাচার নির্যাতন করেছে। হত্যা, গুম, খুন ও টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। যার পরিণতি তাকে পালিয়ে যেতে হয়েছে। আর বেগম জিয়া ক্ষমতা থাকাকালে দেশে আমুল পরিবর্তন ঘটিয়েছেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বিরল পরিবর্তন ঘটিয়েছে। নারীদের বিনামুল্যে শিক্ষার ব্যবস্থার প্রচলন করেছেন। বুধবার রাতে শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ-২ আসন (সদর-কামারখন্দ) আসনের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান স্বল্প সময় ক্ষমতা থেকে দেশের পরিবর্তন ঘটিয়ে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জিয়াউর রহমান ক্ষমতা গিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছেন। যার উপর ভিত্তি করে ৫০ বছর যাবত বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। বিদেশী অর্থ উপার্জনের প্রথম ধাপ মানবশক্তি। যারা বিদেশে অর্থ উপার্জন করে দেশে পাঠায় সেটার ব্যবস্থা তিনিই তা চালু করেছেন। আরেকটি হলো-গার্মেন্ট সেক্টর-সেটিও তিনি চালু করে দিয়েছেন। আজ বিশ্বে গার্মেন্টস শিল্পে বাংলাদেশ দ্বিতীয় রপ্তানিকারী দেশ হিসেবে পরিচিত। তিনি বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশকে উচ্চস্থানে নেয়ার চেষ্টা করে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা ইচ্ছে করলে দেশের পরিবর্তনে বড় ভুমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরে দেশের জনমত পরিবর্তনে সহায়ক ভুমিকা পালন করতে পারে।
টুকু বলেন, দেশের মানুষ পাল্টে গেছে। একবার ভোট দিয়ে সরকারে বসানোর পর যে সরকার ৫ বছর টিকবে সে গ্যরান্টি নেই। কারন এখন সবাইকে জবাবদিহী করতে হবে। সরকারের মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারী টাকায় চলাফেরা করবে তাদেরকেও জবাবদিহি করতে হবে। তিনি বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে সবকিছুই রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সুশাসন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে এবং সবাই জবাবদিহীতার মধ্যে থাকবে।
সদর-কামারখন্দে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আয়োজিত সভায় শিক্ষক সমিতির আহবায়ক আবু হাসেমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মতবিনিময় জেলা বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহন করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)