নোয়াখালীকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকে সোনাইমুড়ী উপজেলা বাইপাস এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মানবতার সেবক ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনসহ হাজারো মানুষ ব্যানার-ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে সকাল ৯টার দিকে সড়কে অবস্থান নেন। আঞ্চলিক স্বার্থ ও ন্যায্য দাবির পক্ষে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এর ফলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সংযোগপথে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার গণপরিবহন।
আন্দোলনকারীরা বলেন, নোয়াখালী শুধু একটি জেলা নয়; এটি একটি ঐতিহ্যবাহী জনপদ, যা প্রশাসনিক, অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে অনেক আগেই একটি বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
স্থানীয় কলেজশিক্ষক মোহাম্মদ জাফর বলেন, “নোয়াখালী বিভাগ কোনো আবেগ নয়, এটি সময়ের দাবি। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দ্রুত সেবা ও উন্নয়নের স্বার্থেই এই বিভাগ প্রয়োজন।”
তবে যাত্রীদের দুর্ভোগের দিকেও খেয়াল রাখার আহ্বান জানান অনেকেই। ঢাকা গামী যাত্রী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দাবি যৌক্তিক হলেও যাত্রীদের কষ্ট যেন না হয়, সেদিকেও নজর দিতে হবে।”
এদিকে নোয়াখালীর প্রবাসী জনগোষ্ঠীও সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকায় বসবাসরত নোয়াখালীবাসী ভিডিও বার্তা ও স্ট্যাটাসের মাধ্যমে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)