পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত ঢাকায় কনসার্ট করবেন বলে জানা যাচ্ছে।
কনসার্ট আয়োজক ‘অ্যাসেন বাজ’ নামের প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজে বলা হয়েছে, ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে আগামী ১৪ নভেম্বর ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন এই শিল্পী। গত বৃহস্পতিবার থেকে কনসার্টের টিকেট বিক্রিও শুরু হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘গেট সেট রক’ ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে আসার ঘোষণা দিয়েছিলেন। গত মে মাসে কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।
আলী আজমত ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে 'সোশ্যাল সার্কাস' নামের আরেকটি ব্যান্ড গড়েন তিনি। তৃতীয়বারের মত বাংলাদেশে আসছেন এই শিল্পী। তিনি ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোকফেস্টে।
১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে হল ‘সাইওনি’, ‘জাজবা-ই-জুনুন’, ‘সায়িন’, ‘খুদি’।
প্রতিষ্ঠার পর থেকে ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানটি তার গাওয়া। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ গানে কণ্ঠ দেন তিনি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)