ঝিনাইদহের সদর ও শৈলকূপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন। রবিবার সকালে পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহ উপজেলার ১৭ নং ইউনিয়নের আড়মুখির বড় বাড়ি গ্রামের শিমুল (৩৫) এবং শৈলকূপার ১২ নং নিত্যান্দনপুর ইউনিয়নের শেখরা গ্রামের হুরমত (৫৫)।
স্থানীয় সূত্র অনুযায়ী, সকালে তারা তাদের জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে দুজনই মারাত্মকভাবে আহত হন। পরে উপস্থিত কৃষকরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং শৈলকূপা থানার ওসি মাসুম খান।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)