বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. আলী আলম।
এসময় বেলকুচি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ডা. সেলিম রেজা, এনায়েতপুর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, খুকনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও খামাারগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মর্তুজ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিশ্বে সবার জন্য শিক্ষা ও মানসিক বিকাশের কারিগর হচ্ছে শিক্ষক। শিক্ষকদের সমাজের মর্যাদা ও অধিকার রক্ষা করতে হবে। এছাড়া শিক্ষকদের সার্বিক বৈষম্য দুরীকরণ সহ শিক্ষানীতি নিয়ে আলোচনা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)