নাটোরের সিংড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টে উপস্থিত দর্শক সারির ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, জার্সি সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীর সাথে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, সমাজ সেবক আবু তাহের টগর, সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলী, পরিবেশ কর্মী এমএ করিম প্রমূখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ যোগানো এবং পরিবেশের প্রতি ভালোবাসা মনোভাব তৈরি করতে পরিবেশ বান্ধব গাছ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)