বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ। রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ তথ্য জানান।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন লুইস। সেখানে নির্বাচন, গণতন্ত্র ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।
গোয়েন লুইস বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে।” তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে।
এ সময় তিনি বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গেও কথা বলেন। লুইস বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান এখনো একটি বড় চ্যালেঞ্জ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে গোয়েন লুইসের মেয়াদ শেষ হচ্ছে, এবং তিনি শিগগিরই অন্য দেশে দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর বিদায় উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয় ছিল দেশে গণতান্ত্রিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সেটিকে সফলভাবে সমাপ্ত করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের সবচেয়ে বড় চাহিদা এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন।”
আমীর খসরু জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও মানবিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, “গোয়েন লুইস অতীতে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সাহসী ভূমিকা পালন করেছেন। আমরা তাঁর অবদানকে স্বীকৃতি জানাই। জাতিসংঘের চার্টার অনুযায়ী তিনি গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের পক্ষে কাজ করেছেন।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)