নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়া এয়ারগানের গুলিতে রিপন কাজী (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। এঘটনায় তিন পাখি শিকারীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই এলাকার আনসার কাজীর ছেলে।
আটককৃতরা হলেন, একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের তিন যুবক মৃত আব্দুল আলীমের ছেলে জাহিদ (২৫), আব্দুল জলিলের ছেলে সামাউন (৩০), একরাম আলীর ছেলে আশরাফুল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিল। এ সময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটের ডান পাশে গুলি করে।
পরবর্তীতে আহত রিপন কাজীকে স্বজনরা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের একটি মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। আহত রিপন কাজী বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)