দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল চাষি রবিউল ইসলামের ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে শত্রুতার জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬০–৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল।
রবিবার (৫ অক্টোবর) সকালে সরেজমিনে ওই তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, কাটা অবস্থায় তরমুজ নষ্ট হয়ে পড়ে আছে। পাশে চাষীর আর্তনাদ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর “মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল চাষিরা, বাড়ছে আগ্রহ” শিরোনামে আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে রবিউল ইসলামের সাফল্যের কথা প্রকাশ পায়। ঘটনার মাত্র তিন দিন পরই তাঁর ক্ষেতের তরমুজ কেটে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম বলেন,
“শুক্রবার গভীর রাত পর্যন্ত ক্ষেত ঘুরে এসে ঘুমিয়ে পড়ি। সকালে গিয়ে দেখি মাচার নিচে ও উপরে প্রায় তিন শতাধিক তরমুজ কেটে ফেলেছে কেউ। অনেক গাছও কেটে নষ্ট করেছে। শত্রুতার জেরে কেউ এমন কাজ করেছে বলে মনে হচ্ছে। লাভের আশায় চাষ করেছিলাম, এখন মূল টাকাটাও উঠবে না।”
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কৃষকের এমন পরিশ্রমের ফল নষ্ট করা অন্যায়। কৃষককে সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “এমন ঘটনা অপ্রত্যাশিত। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)